You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
এক গুচ্ছ কবিতা
বাংলা ভাষা বলতে গেলে এই পৃথিবীর সব চেয়ে মিষ্টি ভাষা। আর সেই ভাষায় যখন কবিতা লেখা হয় ভাষাটা যেন আরো মিষ্টি হয়ে ওঠে। কথায় বলে, দাঁতের মর্ম সে বোঝে যার দাঁত নেই। সেই কথাটা হয়তো আমাদের মতন প্রবাসী বাঙ্গালীদের ক্ষেত্রে খুব ফলে। বাংলা থেকে দূরে, আমরা আপ্রাণ চেষ্টা করি নিজেদের বাংলা ভাষা আর বাংলা আদব কায়দার কাছে রাখতে।
বলাই বাহুল্য যে আমিও এই পথের পথিক। বাংলা ভাষা কে আমি যথাসম্ভব আমার নিকট রাখার চেষ্টা করেছি। কিছু অংশে সফল ও হয়েছি। বাংলা সাহিত্য আর কবিতা পড়ে আমার ও বাংলা কবিতার উপর এক রকমের স্নেহ আর আসক্তি জন্মায়। অনেক চেষ্টা করেও কবিতা লিখতে অনেক সময় লেগে যায়। অনেক অসফল প্রয়াসের পরে আমি, কিছু লোকেদের সাহায্যে কবিতার হাত একটু পাকা করতে পারি।
উর্দু কবিতা আমি আগেই লিখতাম তাই কল্পনা কে কলমে নামাতে বেশি সময় লাগেনি। একবার যখন ছক পেয়ে গেলাম আর কাজের থেকে কিছু অবসর পেলাম তখন আস্তে আস্তে কবিতা লেখা শুরু করলাম। বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে আরম্ভ করলাম। আশে পাশে কি হচ্ছে দেখলাম আর কাব্যে ঢালার চেষ্টা করলাম।
এমন করে করেই, কবিতার সংখ্যা বাড়তে থাকে। কিছু কবিতা পূজোর সুভেনিয়ারে ছাপা হলো। কয়েকটা কবিতা এমনি বন্ধু বান্ধবদের দেখালাম। এই ভাবে তৈরি হলো এক গুচ্ছ কবিতা।
আশাকরি আপনাদের সবার এই কবিতার বই পড়তে ভালো লাগবে!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book এক গুচ্ছ কবিতা.