You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
লেখকের কাছে তার লেখা সন্তান তুল্য। অর্থাৎ সে লেখায় যে আবেগ, দৃষ্টিভঙ্গি, বিবেকের উল্লেখ আছে, তা সম্পূর্ণ নিজস্ব; আর তাতেই কল্পনার রং আর ছন্দের জাদু মিশিয়ে এই লেখার সৃষ্টি।
এখানে একদিকে যেমন আছে সমাজের উপেক্ষিত দিক, হিংস্র মুখ ও তাদের বাঁকা চাউনি; আবার অন্যদিকে আছে কয়েকটি হাস্যকৌতুক। আবার কোথাও আছে গাঢ় প্রেমের কাহিনী, কোথাও আছে বিরহের কান্না। একপিঠে শহরকে দেখবেন উৎসবে হাসির রোলে মেতে উঠেছে, আবার অন্য পিঠে কান পাতলে শোনা যাবে নিত্যদিনের খালি থালার কান্না। এককথায় এই বইতে বাস্তবতার বিভিন্ন রঙ গুলোকে কবিতার মাধ্যমে একই ক্যানভাসে রাখার চেষ্টা করা হয়েছে।
বিশেষ করে সমাজবাদী মানুষদের
প্রেম বিরহ সমাজ পরিবেশ পরিস্থিতি সবের এক দুর্দান্ত মেলবন্ধন।পড়ুন ও অন্যকেও পড়ান।