You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
Also Available As
₹ 25
₹ 25
খোট্টা একটি ভাষা। এই ভাষা পশ্চিমবাংলা বিহার ঝাড়খন্ড প্রভৃতি স্থানে আছে। পশ্চিমবাংলার মুর্শিদাবাদ মালদা বীরভূম কলকাতা মেদিনীপুর প্রভূতি স্থানের কিছু কিছু এলাকার, লোকেরা খোট্টা ভাষাতে কথা বলে। এই ভাষা কিভাবে উৎপত্তি হয়েছে এই ব্যাপারে স্পষ্ট ধারণা নেই। তবে কিছু কিছু লোক উত্তর প্রদেশ বিহার এই সব জায়গা থেকে এসেছেন এবং বাংলায় এসে অপভ্রংশ হয়ে হিন্দি উর্দু ভাষায় পরিবর্তিত হয়েছে। এই ভাষার উর্দুর সাথে যোগ বেশি, তাতেই আরবীয় বাংলা মিশে গেছে। স্থান অনুযায়ী খোট্টা ভাষার তারতম্য দেখা যায়। মালদা মানিকচক রতুয়া যারা খোট্টা ভাষা তারা দ্বার ভাঙ্গা থেকে এসেছে। মুর্শিদাবাদের নবাব প্যারিসের আশেপাশে এই ভাষা দেখা যায়। এছাড়া ফারাক্কা ধুলিয়ান অরঙ্গাবাদ জঙ্গিপুর আহিরণ হাড়োয়ায় হিড়লা রঘুনাথগঞ্জ এইসব জায়গায় এই ভাষা প্রচলিত আছে। বীরভূমের মুরারই নলহাটি এই সব এলাকায় এই ভাষায় চলছে। বাংলাদেশের ঢাকা রাজশাহীর আশেপাশে এই ভাষাভাষী পেয়েছি। তবে বাংলার দাপুটে অনেকটা বিলুপ্ত হতে চলেছে।
এই খোট্টা ভাষা কে লিখিত আকারে দিতে গিয়ে বলি এতে বাংলা অক্ষর রাখা হয়েছে। ভাষা খোট্টা তবে অক্ষর বাংলা যারা খোট্টা ভাষাভাষী তারা প্রায় প্রানজল বাংলায় কথা বলে। যারা বাংলার বাইরে যায় তাদের হিন্দি ভাষা বলতে অসুবিধা হয় না।" মাতৃভাষা মাতৃদুগ্ধ সম "। কাজেই যারা এই ভাষায় কথা বলে তাদের এই ভাষার সাথে অন্তরে যোগ রয়েছে। এই ভাষার উৎকর্ষ বৃদ্ধি হোক এই আশা রাখি।
…… ডঃ মহঃ তোহা সেখ
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book দুনিয়া কা মিঠা ( Duniya Ka Mitha ).