You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
প্রথমেই বলি আমার লেখা যে কোনোদিন বই আকারে প্রকাশ পাবে তা স্বপ্নেরও অতীত ছিলো। লিখতে ভালোবাসি বলে লিখি। স্কুল জীবনে দেওয়াল পত্রিকায় লেখালেখির হাতেখড়ি। তারপর নানা ঘাটের জল খেয়েও লেখার অভ্যাসটা ছাড়িনি। আবার এমন নয় যে নিয়মিত লিখি। কিন্তু মনে মনে শব্দবন্ধ বা বাক্যবন্ধ তৈরী করে যাই হাজার কাজের মাঝেও। কতকগুলো ভুলে যাই, কতকগুলো লেখার সময় প্রয়োগ করে দিই। মূলত: বন্ধুদের উৎসাহেই পুরনো নতুন সব লেখা একজায়গায় করে একদিন এক মান্যবর কবির কাছে যাওয়া। তিনিই বললেন “ফেলে রেখো না, একটা বই ছাপিয়ে নাও”। কবির কথা মিথ্যে হয় না, তাই এই বই সূর্যের আলো দেখলো।
বৃক্ষের পরিচয় কেবল ফলে, কিন্তু মানুষের আবার ফলে কোনো অধিকার নেই, তার পরিচয় কর্মে। তাই আমি ও কমলিনী প্রকাশনী আমাদের কাজটুকু করেছি, বিচারের ভার রইলো পাঠক/পাঠিকাদের কাছে।
নিবেদনান্তে
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book নির্জন টেবিলে এলোমেলো অক্ষর (Scattered Words in a Lonely Table).