You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
‘মুসলিম পারিবারিক আইন ও নীতিমালা (বাংলাদেশ প্রেক্ষাপট)’ বইটি আমার প্রথম প্রকাশ । আইনের শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখেই এই বইটি লিখেছি । এই বিষয়ে একটি বিশ্লেষনাত্নক বই লিখার আকাঙ্ক্ষা আমার অনেক দিনের । শিক্ষকতা পেশায় জড়িয়ে এর উপলব্ধিটা একটু বেশিই টনক নড়ে । দীর্ঘ প্রচেষ্টার পর সফল্ভাবে এই বইটি আল্লাহর রহমতে লিখে শেষ করেছি । এই বইয়ের প্রতিটি বিষয়ের মধ্যে আইনের শিক্ষার্থীদের জন্য গবেষণার ক্ষেত্র সৃষ্টি করার সরর্বাত্নক চেষ্টা করেছি । পারিবারিক বিষয়ের জটিল বিষয়গুলোকে এতোটাই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন, আইনের শিক্ষার্থী ছাড়াও যেকেউ বুঝতে পারে ।যেসকল মুসলিম পারিবারিক জটিল বিষয় দেশীয় আইনে বা শরীয়া আইনে স্পষ্ট করে বলা নেই, সেসকল বিষয়ে প্রমাণ ও যুক্তি প্রকাশের মাধ্যমে পাঠকের কাছে বোধগম্য করতে কোন ত্রুটি রাখিনি । এই বইটির আরও একটি বিশেষ দিক হল তত্ত্ব, তথ্য ও বাস্তবিক আভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমন্বয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় বইটি লেখার চেষ্টা করেছি । পূর্বের যেসকল পারিবারিক আইনসমূহ নতুন করে সংশোধন করা হয়েছে এবং যেসকল আইনের বাংলা ভার্সন পাওয়া অনেক সময় সম্ভবপর হয় না, সেসকল আইনের সংশোধন এবং বাংলা ভার্সন এই বইয়ে আন্তর্ভুক্ত করেছি।
আমার এই লিখার সার্থকতা নির্ভর করে পাঠক কতটা সহজে বুঝতে পেরেছেন সেটার ওপর । আশা করি এই বইটি আপনাদের জ্ঞানের পরিধি বিস্তৃতে সহায়ক ভূমিকা পালন করবে ।
good book
I like it. This book is suitable for Bangladeshi law students.