Description
এই গুরুত্বপূর্ণ সংকলনটির নামকরণ করা হয়েছে, "আমার দেশ, আমার সমাজ : সমাজের কথা"। কেননা, লেখক তাঁর ঘুরে বেড়ানো জীবনে নিজের দেশের এমন বিশেষ বিশেষ সব জনগোষ্ঠীর মধ্যে কাটিয়েছিলেন এবং তাদের সঙ্গে একাত্ম হয়ে যে-সব ঘটনা, সামাজিক রীতিনীতি এবং তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা প্রত্যক্ষ করেছিলেন, সেগুলোই সবিস্তারে এই বইটিতে তুলে ধরেছেন।
বইটিতে 'সমাজের কথা' শিরোনামে মোট ছয় রকমের সমাজ জীবনের তথ্যানুসন্ধানধর্মী আলোচনা তুলে ধরা হয়েছে। প্রতিটি আলোচনাই করা হয়েছে গত শতাব্দীর সাত এবং আটের দশকের পাহাড়-জঙ্গলে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী সমাজ থেকে গাঙ্গেয় সমতলের উন্নত কৃষিজীবী সমাজের বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রত্যেকটি লেখাই প্রাথমিকভাবে প্রকাশিত হয়েছিল কোলকাতার খুবই সুপ্রচলিত বিভিন্ন পত্রিকায়।
বইটিতে পাওয়া যাবে :
'মুরিয়া উপজাতির ঘোটুল সংস্কৃতি'। 'পাহাড়ি খেড়িয়াদের পাড়া'। 'উড়িষ্যার পত্র-শবর জুয়াঙদের কথা'। 'আমিও ছিলাম কাঁথি উপকূলের জেলে'। 'গ্রাম্য বিচার'। 'মাছের ভেড়ি ও সুন্দরবনের সমাজ জীবন'।
বইটি পাঠকদের কৌতূহল নিরসনের কাজে লাগলে, পরিশ্রম সার্থক হয়েছে ব'লে মনে করব। ধন্যবাদ।
অতনু দত্তগুপ্ত (সংকলক)।
অর্চিশা প্রকাশনি। কোলকাতা : ২৮।
দীপক গুহ : জন্ম – ৭ই আষাঢ়, ১৩৫৫ বঙ্গাব্দ। মাত্র চোদ্দ বছর বয়সে পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তখন থেকে নিজেই ছিলেন নিজের অভিভাবক। গত শতাব্দীর ছয়ের দশকের মাঝামাঝি থেকে আটের দশকের মাঝামাঝি অসুস্থ হওয়ার আগে পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন সারা উত্তর-পূর্ব ভারতের আনাচকানাচে। সংগ্রহ করেছিলেন নৃতাত্ত্বিক এবং সমাজ ও লোকাচার ভিত্তিক বহু তথ্য। বস্তুবাদী দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় অথবা রাহুল সাংকৃত্যায়ন প্রমুখ দার্শনিকদের অনুসারী হয়েও নিজস্ব ভঙ্গিতে এই লেখক পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে-ছিটিয়ে প্রকাশ করেছিলেন ছোটো বড়ো বহু প্রবন্ধ এবং বাস্তব ঘটনা প্রসূত অনেক গল্প-কাহিনি।
ইতিমধ্যে তাঁর রচিত বঙ্গদেশ ও দেহাত্মবাদ ভিত্তিক বিশেষ কতগুলো প্রবন্ধের গুরুত্ব বিবেচনা করে আমি লেখকের অনুমতি সাপেক্ষে বঙ্গদেশ ও বাঙ্গালী : উপাসনা, সাধনা এবং দেহাত্মবাদ শিরোনামে এগারো পর্বের একটি সংকলন পুস্তকাকারে প্রকাশ করার ব্যবস্থা করেছি।
এছাড়া পরিবর্তন, প্রতিক্ষণ, বর্তমান দিনকাল, আজকাল, আনন্দবাজার সংস্থা, সমকালীন, FOLKLORE ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত মুরিয়া উপজাতির ঘোটুল সংস্কৃতি, পাহাড়ি খেড়িয়াদের পাড়া, উড়িষ্যার জুয়াঙ উপজাতি, কাঁথি উপকূলের সামুদ্রিক জেলে, মাদুর শিল্প, কামতাপুর রাজ্যের ইতিহাস, লোকসংগীত ভাওয়াইয়া, তন্ত্র তান্ত্রিক এবং সহজবাদ— ইত্যাদি বহু লেখা একের পর এক পরিমার্জন ও পরিবর্ধনের পর সচেষ্ট হয়েছি বর্তমান প্রযুক্তির সাহায্যে ই-বুক হিসেবে প্রকাশ করার জন্য। যা কিনা পরে পুস্তকাকারে প্রকাশ করতে খুবই সাহায্য করবে।
বয়স এবং শারীরিক অসুস্থতায় লেখক প্রায় শয্যাশায়ী। আমার চেষ্টা, উনি যাতে অন্তত দেখে যেতে পারেন তাঁর ঘুরে বেড়ানো জীবনে যেসব গুরুত্বপূর্ণ তথ্য তিনি সংগ্রহ করেছিলেন এবং ছড়ানো-ছিটানো অবস্থায় বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর যত রচনা পড়েছিল—সেগুলো আধুনিক প্রযুক্তির সাহায্যে সংরক্ষণের এই ব্যবস্থা।
প্রযুক্তির সহায়তায় বই প্রকাশের এই প্রচেষ্টা পাঠকের কাজে লাগলে পরিশ্রম সার্থক বলে মনে করব। ধন্যবাদ।