লেখক প্রাড কেসি একজন ইন্টারন্যাশনাল অথর, মোটিভেশনাল স্পিকার, জীবন সংগঠক, শিক্ষক এবং চিন্তাবিদ।
লেখক ১৯৮০সালে ৪ই আগস্ট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে, হাওড়া জেলার পানিত্রাস গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হারাধন চক্রবর্তী পেশায় সরকারি চাকুরীজীবী ছিলেন । মাতা লক্ষ্মীরানী চক্রবর্তী । ছ’ভাইবনেদের মধ্যে ইনি ছিলেন দ্বিতীয় সান্তান । দেড় বছর বয়সে পাশের গ্রামে মাতুলালয়ে পাঠিয়ে দেওয়া হয় ভালো ভাবে মানুষ হবার জন্য এবং পড়ালেখা করার জন্য। গ্রামের প্রাথমিক বিদ্যালয়েই প্রথম পড়াশোনা শুরু, তারপর কমার্স বিভাগে স্নাতক। এবং পরবর্তী কালে এম বি এ পড়েন। কম্পিউটার হার্ডওয়্যার –নেটওয়ার্ক প্রশিক্ষণ নেন ও গ্লোবাল সার্টিফিকেট করেন। তিনি CCNA,CCNP, MCP, MCSA, MCTS, MCITP সার্টিফায়েড। এখন একটি মাল্টিনেশনল কোম্পানিতে সম্মানীয় পদে চাকুরীরত।
১৩ বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু। “ওই দূরে দেখা যায় অম্বর... মিশেছে সবুজ ধান ক্ষেতের পর” তারপর একটার পর একটা কবিতা, গল্প, নাটক লিখে যান। কিন্তু তিনি বড়ই আত্মনিমগ্ন, লাজুক, এবং কম কথা বলা মানুষ ছিলেন, তাই তেমন ভাবে প্রকাশের আলোয় আসতে পারেন নি। ছোট বয়স থেকেই তিনি খুব ভালো ছবি আঁকতেন, নাটক করতেন, কবিতা আবৃতি করতেন, এবং নানা শিল্প কর্মে তাঁর পারদর্শিতা দেখা যায়। কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্ম বলে তেমন কোন কিছুই ভাল ভাবে শিখতে পারেন নি। শুধু লেখা লেখিটা চালিয়ে গছেন। কারন তাতে পেন খাতা ছাড়া বিশেষ কিছু খরছা লাগে না। লেখক বরাবর একা থেকেছেন, একাকিত্তকে আনুভব করেছেন। স্বপ্ন দেখেছেন স্বপ্ন ভেঙে গেছে। আবার নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছেন। লড়াই করেছেন। অনেক ঠকেছেন। এবং শিখেছেন। ভালবাসেন বই পড়তে, গান শুনতে, ফটোগ্রাফি করতে। সময় পেলে ছবি আঁকেন । দিনের বেশির ভাগ সময় কাটান কম্পিউটার এবং ইন্টারনেট নিয়ে ।