You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
সম্পাদকীয়
আমাদের প্রত্যেকের জীবনে একটা প্ল্যাটফর্ম থাকে। প্ল্যাটফর্ম না থাকলে যেমন
ঠিকমতো গন্তব্যস্থলে পৌঁছানো কঠিন, তেমনই লেখক-কবি-সাহিত্যিকদেরও
একটা প্ল্যাটফর্ম দরকার হয়, সেই ভাবনা থেকে পত্রিকার নামকরণ প্ল্যাটফর্ম, যে
প্ল্যাটফর্ম জায়গা করে দেবে নবীন-প্রবীণ লেখকদের মেলবন্ধন।
আমরা দেখি বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্ম অসংখ্য মানুষের আড্ডার স্থল,
সেই আড্ডা থেকে উঠে আসে বিভিন্ন ধরনের সাহিত্যচর্চার উপাদানও, প্রায়
দেখি রেলওয়ে স্টেশনে দেওয়াল পত্রিকা, এইরকম ভাবেই প্ল্যাটফর্ম প্রতিমু
হূর্তে
জড়িয়ে আছে আমাদের সকলের জীবনে। ঠিক তেমনই আমি চাই প্ল্যাটফর্ম
পত্রিকাও সমস্ত মানুষের উঠে দাঁড়াবার প্ল্যাটফর্ম হয়ে উঠুক।
প্ল্যাটফর্ম পত্রিকা স্বপ্ন থেকে বাস্তবে মুক্তির আলো পাচ্ছে, সেটা আমার
একার পক্ষে সম্ভব ছিল না। সবথেকে কঠিন অর্থনৈতিক সমস্যা, আমরা যারা
পত্রিকার সঙ্গে জড়িত, সকলেই এখনও শিক্ষাজীবনের সঙ্গে জড়িত, আমাদের
পাশে ঠিক সেই সময় পেয়েছি সৃষ্টিসুখ প্রকাশনের কর্ণধার রোহণ কুদ্দুসকে।
পত্রিকার প্রচ্ছদ করেছে প্রিয় অর্পণ কুমার মাজী। পত্রিকার দুই অতিথি সম্পাদক
বিশিষ্ট সাহিত্যিক শতদ্রু মজুমদার ও তুষারকান্তি রায়-এর ভূমিকা ভোলার না,
তাছাড়া পত্রিকার সঙ্গে জড়িত সকলের নামও বলা কঠিন, সকলকে আমার এবং
প্ল্যাটফর্ম পত্রিকার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
তন্ময় কোলে
সম্পাদক
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book প্লাটফর্ম.