You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
সিদ্ধার্থ শঙ্কর মুখোপাধ্যায়।
“হিন্দু ধর্মের গোড়াপত্তন” নামক পুস্তকের দ্বিতীয় সংস্করণের নির্বাচিত কিছু অংশ নিয়ে গঠিত হল “পবিত্র বেদ ও হিন্দু ধর্ম”। বিশ্বের প্রাচীনতম পুস্তক বেদ। তার উপরে প্রতিষ্ঠিত আজকের হিন্দুধর্ম। সে পুস্তক কবেকার লেখা? উত্তরে বলতে হয় লেখা নয় দেখা। ঋষিরা কোন কিছুর রচয়িতা হিসাবে নিজেকে দাবী করতেন না। যা সত্য তা তারা দেখে অন্যকে জানিয়েছেন। তখনকার দিনের ভাষায়। তাদের ভাষায় তাদের বক্তব্য সংকলিত হল একদিন চতুর্বেদে। সেই সংকলন হয়তো ৩৪৪০ বছর আগে, কিংবা আরো ১৬০০ বছর আগে। সে ভাষা আজ খুব কম লোকেই বোঝে। কিন্তু সেই বইই হিন্দুদের যাবতীয় আধুনিক মূল্যবোধের ভিত্তি। শত শত প্রজন্মের পুরুষ ও নারী সে ভাষা না জেনেও, তাদের নিজেদের অজ্ঞাতসারে অন্তর্জগতে আবহমানকাল আলো পেয়ে আসছে সেই বই থেকে। কিভাবে সম্ভব হল, সেই পুরুষানুক্রমিক আলোককিরণের প্রবাহ, যা আজ হিন্দুকে দিয়েছে বিচিত্র অনন্য সংস্কৃতি? সেইটুকু আলোচনা এই বই এর পরোক্ষ লক্ষ্য। পুরো বইটার প্রত্যক্ষ উদ্দেশ্য প্রমিত আধুনিক বাঙলায় সংস্কৃত না জানা সাধারণ বাঙালীকে বেদের ধর্মের মূলসুরটি ধরিয়ে দেওয়া। জটিলতা অষ্পষ্টতা পরিহার করে সব হিন্দুকে বৈদিক স্বাভিমান এর ঘরমুখী করা। বইটি প্রকাশ হলে এ উদ্দেশ্য কতটুকু সফল হবে, কতটুকু বিফল হবে, তা বিচার করবেন সেই সম্ভাব্য আপামর পাঠককুল। তাদের জন্যই এ বই। কোন গভীর গূঢ় দার্শনিক আলোচনার ধৃষ্টতা করতে চাই না। সে ভার প্রকৃত জ্ঞানীগুণীজনের, আমার নয়। পূর্বসূরী জ্ঞানীগুণীরা যা লিখে গেছেন সেগুলোই আমার লেখার উপাদান। তাদের কাছে কৃতজ্ঞচিত্তে ঋণ স্বীকার করছি। আজকাল মানুষের সময় কম। ধৈর্য্য কম। তাই বই এর কলেবর যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করেছি। ভুলত্রুটি মার্জনীয়।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book পবিত্র বেদ ও হিন্দু ধর্ম.