You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
শৈশবে তার মনে উদয় হওয়া কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তরের সন্ধানে নারু এক জীবনব্যাপী সন্ধানে ব্রতী হয়েছিল । চলার পথে যখন যে প্রকার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে , তখন সে তার মনে উপস্থিত থাকা প্রশ্নসমূহের প্রেক্ষিতে সেগুলিকে বিচার করে দেখেছে যে সেগুলি তার অনুসন্ধানে কোনো কাজে আসতে পারে কিনা । প্রৌঢ়ত্বে উপনীত হওয়ার পরে জীবন তাকে অবসর দিয়েছিল সেই অবধি সংগৃহিত অভিজ্ঞতার ঝুলিকে সাজিয়ে দেখার । সেই সময়ের কিছু পূর্বে তার দেখা হয়েছিল আলেয়ার সাথে । অদৃষ্ট নির্দেশিত সেই সাক্ষাৎ তার অন্বেষণকে বিপুলভাবে প্রভাবিত করেছিল । মূর্ত ভাবে তার ভুবনে উপস্থিত না থেকেও আলেয়া নারুর অনুসন্ধান প্রক্রিয়াকে প্রহেলিকাসম প্রভাবিত করে গেছে । একের পর এক বাধা অতিক্রম করে নারু বাংলা শব্দের উৎপত্তির সাথে জড়িত ধারণাসমূহের একান্ত নিজস্ব ব্যাখ্যায় উপনীত হওয়া বা বাঙ্গাল শব্দের উৎপত্তি প্রক্রিয়া অথবা বঙ্গ শব্দের প্রয়োগের যাথার্থতা ইত্যাদির মতো বিষয়ের নিজস্ব ব্যাখ্যায় উপনীত হয়েছে । সেই পর্যায়ে পৌঁছে তার মনে হয়েছিল , সে যে উদ্দেশ্যে তার যাত্রা শুরু করেছিল সেই উদ্দেশ্য সাধিত হয়েছে এবং সেই যাত্রা পরিসমাপ্তিতে উপনীত হয়েছে । সেই সময়ে সে উপলব্ধি করতে শুরু করেছিল যে বাংলা অববাহিকার অতীত পর্যায়ে এক অশরীরী প্রচ্ছায়ার উপস্থিতি আছে । নতুন করে শুরু করা অনুসন্ধানে তার মনে হয়েছিল বাংলার অতীতের অভিমুখে যাত্রাপথে যে অলঙ্ঘ্য বাধার উপস্থিতি আছে , তা তার মতোই অন্যান্য সকল ইতিহাসের পথিককে সমানভাবে প্রভাবিত করেছে । অন্যান্য সকল ইতিহাসের যাত্রিকের মতোই সেও বাংলার অতীতের একটি নির্দিষ্ট পর্যায়কে অতিক্রম করে তার অপর প্রান্তে পৌঁছাতে দিশাহীন হয়ে পড়েছে ।
এমতাবস্থায় , দিশাহীন নারু পুনরায় তার আলেয়ার শরণাপন্ন হয় । মূর্ত আলেয়ার অনুপস্থিতিতে সে কল্পিত বাস্তবতায় সৃষ্ট আলেয়াকে সাথে নিয়ে তার যাত্রা শুরু করে । বাংলার অতীতের যাত্রায় অশরীরীর উপস্থিতির যে অলঙ্ঘ্য বাধার সম্মুখীন সে হয়েছিল , সেই বাধা অতিক্রমে আলেয়ার দিকনির্দেশনা পর্যাপ্ত ছিল না । সে তার কল্পিত বাস্তবতার আলেয়াকে সঙ্গে নিয়ে যে স্থানে মূর্ত আলেয়ার সাথে তার প্রথম দেখা হয়েছিল , সেই স্থানে উপস্থিত হয়েছিল । সে চেষ্টা করেছিল আলেয়াকে তার বৌদ্ধিক যাত্রায় এক প্রহেলিকাসম দিকনির্দেশকের ভূমিকা থেকে সরিয়ে সেই উদ্দেশ্য সাধনের এক সক্রিয় কারকের ভূমিকায় অবতীর্ণ করতে । সে তার প্রচেষ্টায় সাফল্য লাভ করেছিল । অশরীরীর দ্বারা সৃষ্ট দুর্লঙ্ঘ্য বাধা অতিক্রম করে আলেয়া নারুকে সেই বাধার বিপরীত প্রান্তে পৌঁছে দিয়েছিল ।
সেই নতুন উপলব্ধির আলোয় উদ্ভাসিত নতুন দিগন্ত বঙ্গভূমি সংক্রান্ত অনেক রহস্যের জট উন্মোচন করার সম্ভাবনা নিয়ে এসেছিল ।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book বাংলার উৎপত্তি দশম পর্ব বঙ্গ ও আটলান্টিসের প্রচ্ছায়া.