You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
নারু শৈশবে অথবা বাল্যকালে ঠাকুমার কাছে যা কিছু শুনেছিলো তার মধ্যে অবোধ্য কিছুই ছিল না | সেই শ্রুতির আদ্যপ্রান্ত সবটুকুই ছিল যুক্তির অটুট শৃঙ্খলে বাঁধা | সমস্যার সূত্রপাত হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোবার পর | যা কিছু পাঠ্যপুস্তকে লেখা ছিল তার সবটুকুই জানা হয়েছিল কিন্তু যা কিছু বোঝা যায়নি তার মধ্যে অন্যতম ছিল ‘ বাঙাল ’ শব্দটির উৎপত্তি |
তার স্কুলেরই প্রাক্তন ছাত্র এক মনীষীর সূত্রে জানতে পারা ‘ বাঙাল ’ শব্দটির ব্যাখ্যা সম্বন্ধেও সে তার বাবার মুখে শুনেছিলো | ব্যাখ্যাটি প্রাণে ধরেনি | ব্যাখ্যাটি বঙ্গদেশ এবং তার আলিপথ অথবা আলি সম্পর্কিত | নারুর মনে হয়েছিল যে বড়োই কষ্ট কল্পনা |
এ সম্বন্ধে যা কিছু খুঁজে পাওয়া যায় তার সবকিছুই এমন একটি সূত্রে গিয়ে শেষ হয় যে সেই সূত্রটির অবতারণা কোথা থেকে আবির্ভূত হলো সে প্রশ্ন থেকেই যায় | অশৃঙ্খলিত জ্ঞান নারু কোনোদিনই পরিপাক করতে পারেনি |
কোনো এক কারণে এ সম্বন্ধে নারুর উৎসাহ কোনোদিন কম হয়নি...
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book বাংলার উৎপত্তি পঞ্চম পর্ব বাঙ্গাল.