Description
জীবনাদর্শ,প্রথম খন্ড
জীবনে সঠিক পথে চলার পরেই আমরা সমাজে নিজেদের একজন সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা অনেকেই ভাবি প্রতিদিনের সকাল একটা নতুন সূযোগ, কিন্তু আর একটু উচ্চস্তরে ভাবলে বুঝতে পারবে প্রতিদিনের নতুন সকালটা একটা সূযোগ নয় , এটি নতুন জীবন।
প্রায় দীর্ঘ ৩ বছরের (২০১৯-২০২১) অভিজ্ঞতা নিয়ে একটি উক্তিমূলক বই প্রকাশিত হলো।
বইটির মূল বিষয় হলো *কিশোর থেকে যৌবনে পদার্পণ* । পরিবর্তন মানেই জীবন।
আমরা যখন কিশোর থেকে যৌবনে পদার্পণ করি , তখন আমাদের অনেক কিছু পরিবর্তন হয় । বাহ্যিক এর পাশাপাশি অনেক আভ্যন্তরিন পরিবর্তন ও হয়।পরিবর্তন মানেই জীবন। আর এই সময় সবারই মনে নানান রঙিন এবং ক্ষনস্থায়ী স্বপ্ন জেগে ওঠে। যার কারনে তারা সেইসব স্বপ্ন পূরণের জন্য এমন এমন কাজ করে বসে , যেটা তাদের আগত ভবিষ্যতকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই স্বপ্ন দেখো না লক্ষ্য নির্বাচন করো কারন স্বপ্ন শুধু দেখা যায় কিন্তু লক্ষ্য পূরণ করা যায়।
এসব কিছু পড়তে/শুনতে আজব মনে হলেও এটাই বাস্তব। কারন এই বইতে লেখা প্রতিটা শব্দের অর্থই অনেক গভীর। প্রতিটা উক্তির উৎস হচ্ছে বর্তমানের সমাজ এবং সমাজের বাস্তবতা।
*জীবনী* :-
মৃন্ময় মন্ডল(কবি,লেখক,
প্রাবন্ধিক,নাট্যকার, উপন্যাসিক,প্রাবচনীক) জন্ম 23- ই মার্চ 2004 সালে, পশ্চিমবঙ্গের মালদা জেলার, হরিশচন্দ্র পুর থানার ফুলহর নদীর পার্শ্ববর্তী খিদিরপুর নামক এক প্রত্যন্ত গ্রামে। পিতৃহারা মৃন্ময়ের জীবন বাল্যকাল থেকেই দারিদ্রতার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। পিতা ঁজগন্নাথ মন্ডল এবং মাতা মিনা মন্ডল, পাঁচ ভাইবোনের মধ্যে কনিষ্ঠ এবং একটি মাত্র পুত্র সে। বাল্যকাল থেকেই যেমন পড়াশোনায় মেধাবী তেমনী খেলাধুলাতেও যথেষ্ট পারদর্শী। দারিদ্র্যতার শিকার হয়েও কখনও হার মানতে শেখেনি, মৃন্ময়।পড়াশোনা শুরু গ্রামের বিদ্যালয়ে। দৌলত নগর উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বর্তমানে মালদা জেলার সেরার সেরা "অক্রুমনি করোনারি ইন্সটিটিউশনে " বিজ্ঞান বিষয়ে পাঠরত। প্রথম সাহিত্য জগতে পদার্পণ করেন সপ্তম শ্রেণীতে পাঠরত থাকাকালীন।তবে পুরোপুরি সাহিত্যধ্যানে মিলন হয় নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর। উক্তি রচনা শুরু হয় যখন জীবনে দুঃখের অন্ধকার ছেয়ে আসে তখন থেকে। আজ পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা কবিতা , গল্প ছাপা হয়েছে। যেমন- "দিশা সাহিত্য পত্রিকা", " প্রগতি সাহিত্য পত্রিকা", "সন্ধ্যা প্রদীপ সাহিত্য পত্রিকা", " অরন্য সাহিত্য পত্রিকা "ইত্যাদি। এসবের পাশাপাশি নিজেও একটি পত্রিকার সম্পাদক, পত্রিকাটির নাম *প্রিয়া সাহিত্য পত্রিকা*।প্রথম প্রকাশিত একক বই " *বিরোহের স্মৃতিগুলো* " এবং প্রথম সম্পাদিত সংকলন *আজও প্রেম হয় নি*। বাল্যকাল থেকেই কবির নিজস্ব জমির কৃষিকাজের সঙ্গে এক অটুট বন্ধন রয়েছে। সর্বদা কবি নিজের জমিতে পরিশ্রম করতে পছন্দ করেন। আগ্রহের বিষয় কবিতা, গল্প, উপন্যাস ইংরেজি ও বাংলা ভাষায় লেখা বিভিন্ন ধর্মগ্রন্থ এবং অনুপ্রেরণামূলক বই পড়া।
দুঃখের অন্ধকার যখন ঘনিয়ে আসতে শুরু করে , তখন অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ হতে থাকে। তখন থেকেই শুরু হয় অনুপ্রেরণাদায়ী উক্তি লেখা।
নিজের সঙ্গে সঙ্গে অন্যদের অনুপ্রাণিত করতে যা করার প্রয়োজন হয় , সেটাই করে মৃন্ময়।
সে খুব মানবদরদী,কঠোর বিরোধী, সত্যনিষ্ঠা, আত্মসংযম, লাজুক প্রকৃতির মানুষ।
It book is written by me.
This book is totally write about of our life between 12 years to 18 years. When we face so many difficult situations then we can't take right decision , so I wrote some quotes about the solution of those situations . That can make yours problems so easy.