লেখক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে বেড়ে উঠেছিলেন গত শতাব্দীর ষাট, সত্তর এবং আশির দশকে। ওই শহরের গর্ব কৃষ্ণনাথ কলেজ (বর্তমানের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়) থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং ইউনিয়ন খ্রীষ্টিয়ান ট্রেনিং কলেজ থেকে বি এড ডিগ্রী লাভ করার পরে ভারতীয় ডাকবিভাগে চাকরি শুরু করেন ১৯৯০ সালে। বিভিন্ন শহরে, জেলায় বিভিন্ন পদে কাজ করে বর্তমানে শিলচর শহরে কাছাড় বিভাগের (কাছাড় জেলা, করিমগঞ্জ জেলা, হাইলাকান্দি জেলা এবং দিমা হাসাও জেলা মিলিয়ে কাছাড় বিভাগ) বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ছোটবেলা থেকেই কবিতার প্রতি আকৃষ্ট ছিলেন এবং সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলেন। লেখকের লেখা অন্যান্য বইয়ের মধ্যে, কবিতা সংকলন; মুঠো বাক্সে শিক্ষা; অপ্রকাশিত নেতাজী; বাংলা ভাষা আন্দোলন - বরাকের অজানা ইতিহাস; উজান থেকে ভাটায় - জীবনের স্রোত; মৃত্যুর রং ও হাসনুহানা; শ্রীযুক্ত রাধাবিনোদ পাল - এক বিস্মৃত বাঙালি; স্থাবর-অস্থাবর; জম্মুদ্বীপ, জাতীয়তাবাদ এবং সনাতনধর্ম; নিরুদ্দেশের পথে; কমনওয়েলথ এবং ভারতবর্ষ (Dominion or Independent); শিলচরের নাট্যচর্চা, ডাক বিভাগ ও দুই মনীষী উল্লেখযোগ্য।
Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD.
Payment Option FAQs.