Description
পৌরাণিক গল্প মানেই সেগুলো শুধুই গল্প, বাস্তব পৃথিবীতে সেই ঘটনা কখনোই ঘটেনি। এই গল্পগুলো বানানো হয়েছে বিভিন্ন বিষয়ে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ,সচেতনতা আর সামাজিক শৃঙ্খলা অটুট রাখার জন্য, সর্বোপরি মানুষের কল্যাণের জন্য। এমত অবস্থায় লেখকের নিজস্ব ধারণা , বিভিন্ন অজানাকে জানার আগ্রহ বিভিন্ন পণ্ডিত মানুষের ব্যাখ্যা একত্র করে পাঠকদের মনোরঞ্জন এবং সচেতনতার জন্য একটি প্রয়াস ।
মনুসংহিতা, অর্থশাস্ত্রাদি গ্রন্থে পুরাণকে শ্রদ্ধার চোখে দেখা হয়েছে এবং বেদের সঙ্গে একাসনে বসানো হয়েছে। আধুনিক কালেও পুরাণের গুরুত্ব কমেনি। সমাজতত্ত্ব, ধর্মতত্ত্ব , দর্শন, নীতিশাস্ত্র এসব বিষয়ে অনুসন্ধানের জন্যও আমাদের পুরাণের মুখাপেক্ষী হতে হবে। শুধু গবেষণা নয়, নাট্যাদি চর্চাতেও পুরাণ অবশ্য পাঠ্য। যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতির নানা ঘাত -প্রতিঘাতের ফলে পূর্ণ্যাশ্রয়ী আচার ,আচরণ,ধৰ্মবিশ্বাস ও জীবনচেতনার দ্বারা ভারতীয় সংস্কৃতির ভিত্তিমূল আরো দৃঢ হয়েছে। জীবের জন্ম-মৃত্যুর যে প্রবাহমান চক্র , তা থেকে মুক্তিলাভই ভারতীয় দর্শনের মূল বিষয়। মুক্তিলাভের একমাত্র পথ ভক্তির পথ। এই ভক্তিভাব গীতায় সংক্ষেপে বলা হয়েছে আর পুরান সমগ্রে এটি বিস্তরিতভাবে বলা হয়েছে ।
লেখক পরিচিতি
লেখক জুলাই 2017 এ, 31+ বছর পরিষেবার পরে ব্যাংকিং পরিষেবা থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ।সেই সময়, তিনি এস বি আইয়ের পুরশুরা শাখায় চিফ ম্যানেজার (অফিং) হিসাবে পোস্টেড ছিলেন ।এস বি আইতে, তিনি শাখা ব্যবস্থাপক, এইচআর ম্যানেজার, সিস্টেম ম্যানেজার ইত্যাদির মতো বিভিন্ন কার্যক্রমে কাজ করেছিলেন। তখন লেখকের শখ ছিল বিভিন্ন ম্যাজিক আবিষ্কার করা এবং বিভিন্ন নিবন্ধ লেখা ।তাঁর লিখিত প্রথম বই "প্রেরণা" বইটি প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে ।ইতিমধ্যেই তার লিখিত বিভিন্ন নিবন্ধ ও প্রবন্ধ বেশ কিছু বহুল প্রচারিত ও স্বল্প প্রচারিত সংবাদপত্র ও ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে। ম্যাজিকের ক্ষেত্রে, লেখকের চিত্রের সাথে বায়োডাটা ম্যাজিশিয়ানদের ওয়ার্ল্ড ডিরেক্টরিতে প্রকাশিত হয়েছিল।
লেখকের শিক্ষাগত যোগ্যতা হ'ল বি.এসসি (পদার্থবিজ্ঞানে অনার্স), এম.এসসি (কম্পিউটার সায়েন্স), কম্পিউটার অ্যাপ্লিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পি জি ডি সি এ), সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস-গ্লোবাল (সি সি এন এ), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিংয়ের সার্টিফাইড সহযোগী (সি এ আই আই বি)।এছাড়াও তিনি বিভিন্ন শংসাপত্র কোর্স যেমন ফটো, ভিডিও এবং অডিও সম্পাদনা, অ্যানিমেশন, হার্ডওয়্যার, কোবল প্রোগ্রামিং, হিন্দির প্রাজ্ঞ কোর্স ইত্যাদিও করেছেন ।
অবসর গ্রহণের পরে লেখক কয়েকটি একাডেমী এর সাথে "ব্যাংকিং" এর বিশেষজ্ঞ ইন্সট্রাক্টার হিসাবেও অংশ নিয়েছিলেন এবং এখন তিনি তাঁর ইউটিউব চ্যানেল, ফেসবুক পৃষ্ঠা, ওয়েবসাইট, ব্লগ, স্টক ফটোগ্রাফি , বিভিন্ন লেখালেখি , নিজের লিখিত বই প্রকাশ ইত্যাদিতে ও ইন্টারনেট ভিত্তিক কাজে নিযুক্ত রয়েছেন । লেখকের লিখিত বই ১) প্রেরণা (বাংলা) ২) Banking Q & A ৩) How to Improve Motivational Skill ৪) মহাভারতে কি কি তথ্য চিহ্নিত আছে যা আজও প্রাসঙ্গিক? ৫) Secrets of Motivation & Inspiration ৬) কল্পনায়,খেয়ালে ও কথনে "করোনা " ৭) Stay Motivated Stay Inspired ৮) Umpopular but Attracting with Historical Interest Tourist Place in Bardhaman ৯) Digital Banking Ready Reference for Customer ১০) প্রেরণা - ১ ( হিন্দি) ইত্যাদি প্রকাশিত হয়েছে।
ISBN: 9789354074059
Publisher: Self Publishing-Pothi.com
Number of Pages: 152
Dimensions: 6.00"x8.99"
Interior Pages: B&W
Binding:
Paperback (Perfect Binding)
Availability:
In Stock (Print on Demand)