You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

বাংলার উৎপত্তি একাদশ পর্ব বাংলা , আটলান্টিসের উপাখ্যান ও মানব জাতি (eBook)

Origin of Bangla Eleventh Part Bengal Dreamscape of Atlantis and Anthropos
Type: e-book
Genre: Literature & Fiction, History
Language: Bengali
Price: ₹300
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

শৈশবে তার মনে উদয় হওয়া কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তরের সন্ধানে নারু এক জীবনব্যাপী সন্ধানে ব্রতী হয়েছিল । সেইসব প্রশ্নগুলি ছিল তার জন্মস্থান অর্থাৎ বাংলা সম্পর্কিত । সাম্প্রতিক অতীতে , প্রাতিষ্ঠানিক পরিচয়ে ‘ বাংলা ’ নামে পরিচিত ভূভাগের বিলুপ্তি ঘটেছে , কিন্তু সেই অঞ্চলের অধিবাসীরা তাদের জন্মস্থানের পরিচয়ে সেই নাম আজও ব্যবহার করে থাকে ।

বিগত কয়েক শতাব্দী ব্যাপী সেই ভূভাগের অতীতে আলোকপাত করার উদ্দেশ্যে অসাধারণ উদ্যোগ নেওয়া হয়েছে । ইউরোপীয়ানগণ , বিশেষত ব্রিটিশরা , তৎকালীন ভারতের ঔপনিবেশিক শক্তি হিসাবে ভারতের প্রাগৈতিহাসিক রচনাসমূহকে পুনরুদ্ধার করার উদ্দেশ্যে প্রচেষ্টার পরাকাষ্ঠা দেখিয়েছিল । সেই পরিপ্রেক্ষিতে তারা যে উদ্যোগ নিয়েছিল তা সম্ভবত তাদের তৎকালীন পৃথিবীজোড়া সাম্রাজ্যের অন্য কোনো ক্ষেত্রে পরিলক্ষিত হয়নি । ঝাঁকে ঝাঁকে ভারতীয় বংশোদ্ভূত বিদ্বান আবির্ভূত হয়েছিলেন , সেই পুণ্যকর্মে যোগদান করার জন্য , যাঁদের একটা বড় অংশই ছিলেন বাঙ্গালী । সেই সময় পর্যন্ত জনসমক্ষে অজ্ঞাত ছিল , এমন অসংখ্য , অতি-প্রাচীন রচনাসমূহ আবির্ভূত হয়েছিল ।

প্রাচীন রচনাসমূহ , যেখানে ‘ বঙ্গ ’ শব্দের উল্লেখ আছে বলে জানা গেছে , সেগুলি যে সময় রচিত হয়েছিল বলে অনুমান করা যায় , সেই সময় পর্যন্ত বাংলার ইতিহাস রচনা করার ক্ষেত্রে খুব বেশী অগ্রগতি ঘটানো সম্ভব হয়নি । বর্তমান কাল হতে প্রায় ৩০০০ বছর পূর্বকাল পর্যন্ত সেই অঞ্চলের ইতিহাসের খণ্ডিত কিছু অধ্যায়ের বিবরণ জানা যায় অপ্রত্যক্ষ সূত্রাবলী হতে । সেই অঞ্চলের ইতিহাসকে প্রায় ৫০০০ বছরের অতীত কাল পর্যন্ত নিয়ে গেছে কয়েকটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ।

তার আলেয়া , কিছু অপ্রাকৃত শক্তির প্রয়োগে , তাকে বাংলা অববাহিকা অঞ্চলে অতীতকালে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রদর্শন করিয়েছিল । সে অনুভব করতে সক্ষম হয়েছিল যে সেই ঘটনাবলীর সাথে আটলান্টিস নামক নিমজ্জিত দেশের কাহিনীর অদ্ভুত সাযুজ্য ছিল । প্রথমবারের অভিজ্ঞতায় তার অনুমান সম্পর্কে স্থিরনিশ্চিত হতে না পেরে সে আলেয়াকে অনুরোধ করেছিল দ্বিতীয়বার তাকে সেই যাত্রায় নিয়ে যাওয়ার জন্য ।

দ্বিতীয়বারের যাত্রায় সে যে অভিজ্ঞতা লাভ করেছিল তার দ্বারা মানব সভ্যতার ইতিহাসে উপস্থিত অনেক অস্পষ্ট পর্যায়ের ব্যাখ্যা করা সম্ভব ।

About the Author

প্রথাগত শিক্ষায় মার্কেটিং ম্যানেজমেন্টের ছাত্র দিব্যেন্দু চক্রবর্তী তাঁর পেশাগত জীবনে ভারতের বিভিন্ন প্রান্তে খুবই অপ্রচলিত কিছু ধারার কাজের সাথে যুক্ত থেকেছেন । কোনো এক অজ্ঞাত কারণে চাকুরী জীবনের উন্নতির হাতছানি তাকে প্রভাবিত করতে পারে নি । তিনি আনন্দ খুঁজে পেয়েছেন কিছু কিছু অমীমাংসিত প্রশ্নের বা সাধারণ ভাবে অচর্চিত বিষয়ের মর্মোদ্ধার করার মাঝে যেগুলি শৈশবকাল হতেই তাঁকে অপরাপর বাঙালীর মতোই তাড়া করে এসেছে । পঞ্চাশোর্ধ চক্রবর্তী মহাশয় বর্তমান সময়ে কলম ধরেছেন তাঁর অনুভবগুলিকে সুধী পাঠক সমাজের সামনে মেলে ধরার তাগিদে । বিগত তিন বছর যাবৎ তার লেখা প্রকাশিত হচ্ছে । তার লেখা প্রতিটি বই তিনি বাংলা ও ইংরেজি ভাষায় লেখেন ।

বর্তমান বইটিকে বিবেচনায় ধরে , এখনও পর্যন্ত তিনি ১৩ টি বই লিখেছেন ।

তার লেখার প্রধান চরিত্রটির নাম ‘ নারু ’ । নারুর মনে , তার জন্মস্থান , অর্থাৎ বাংলা সম্পর্কিত কিছু প্রশ্ন উদয় হয়েছিল , তার মাধ্যমিক স্তরের শিক্ষার শুরুর সময় থেকেই । পরবর্তী সময়ে , সে যখন ম্যানেজমেন্ট শাস্ত্র সম্বন্ধে অধ্যয়ন করে, সেই পর্যায়েও কিছু মৌলিক প্রশ্নের উত্তর অধরাই থেকে যায় । তার অন্তরাত্মা যুক্তির হাত ধরে এক যাত্রা শুরু করেছিল , যা শেষ পর্যন্ত তার মনে এমন একটি ছকের সৃষ্টি করেছিল যে ছক বাংলা এবং ভারত সম্পর্কিত অনেকগুলি অমীমাংসিত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে । সে আরও উপলব্ধি করেছিল যে একই সময়ে , তার মানসযাত্রায় প্রাপ্ত , মূল সূত্রটি জ্ঞানের আরও অনেক বিভাগের বিভিন্ন অমীমাংসিত ক্ষেত্রে প্রয়োগ করা যায় ।

তাকে dibyendu.chakraborty@gmail.com ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে ।

Book Details

Publisher: Dibyendu Chakraborty
Number of Pages: 193
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

বাংলার উৎপত্তি একাদশ পর্ব  বাংলা , আটলান্টিসের উপাখ্যান ও মানব জাতি

বাংলার উৎপত্তি একাদশ পর্ব বাংলা , আটলান্টিসের উপাখ্যান ও মানব জাতি

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Other Books in Literature & Fiction, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.